ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জর্ডানের সামরিক স্থাপনায় বিস্ফোরণ

প্রকাশিত: ০১:০১, ১২ সেপ্টেম্বর ২০২০

জর্ডানের সামরিক স্থাপনায় বিস্ফোরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ জর্ডানের একটি সামরিক স্থাপনায় কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে জারকা শহর। শুক্রবার ভোরে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরের সেনাবাহিনীর গোলা-বারুদের ডিপোয় থাকা মর্টার শেলে এ বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্সের। উচ্চ তাপমাত্রার কারণে এই শেল বিস্ফারণ ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সামরিক স্থাপনাটি শহরের আবাসিক এলাকা থেকে বেশ খানিকটা দূরে। তবে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রাজধানী আম্মান থেকেও আকাশে আগুনের ঝলকানি দেখা গেছে। শোনা গেছে বিস্ফোরণের শব্দও। জর্ডান সরকার প্রাথমিকভাবে জানিয়েছিল, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটেছে।
×