ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাওরান বাজারে মাছের আড়তে র ্যাবের অভিযান

প্রকাশিত: ২২:০৫, ১২ সেপ্টেম্বর ২০২০

কাওরান বাজারে মাছের আড়তে র ্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ পিরানহা মাছকে রূপচাঁদা বলে বিক্রি করার সময় হাতেনাতে ধরা খেয়েছে মাছ ব্যবসায়ীরা। রাজধানীর কাওরান বাজারের মাছের আড়তে গিয়ে এমন দৃশ্য দেখতে পান র্যা বের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সারোয়ার আলমের মতে, দেখতে রূপচাঁদার মতো, কিন্তু আদতে পিরানহা। বিষাক্ত এই পিরানহা মাছই বিক্রি হচ্ছিল কাওরান বাজারের মাছের আড়তে। এমন অভিযোগে আড়তে অভিযান শুরু করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। মাছে ব্যবহার নিষিদ্ধ ক্ষতির রং ব্যবহারেরও নমুনা মিলছে অভিযানে। শুক্রবার সকাল থেকে শুরু হয় র্যা বের এ অভিযান। এতে নেতৃত্বে দেন র্যা ব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে বিক্রয় নিষিদ্ধ পিরানহা, অস্ট্রেলিয়ান মাগুর ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন তিনি। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সকাল থেকে অভিযান শুরু করেছি আমরা। মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে বলে গোপন তথ্য ছিল আমাদের কাছে। এছাড়া মাছ টাটকা দেখাতে বা ক্রেতাদের আকৃষ্ট করতে মাছের শরীরে বিভিন্ন ক্ষতিকর রং ব্যবহার করারও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় কাওরান বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অস্ট্রেলিয়ান মাগুর মাছও বিক্রি হচ্ছিল। তিনি জানান, দীর্ঘদিন ধরে কাওরান বাজারে এই মাছের আড়তে ভোক্তা ও ক্রেতা সাধারণদের সঙ্গে জালিয়াতি ও অভিনব প্রতারণা চলছিল। এর আগেও অভিযান পরিচালনা করা হয় এবং দণ্ড দেয়া হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে আবারও প্রতারণা শুরু করেছে। রূপচাঁদা বলে বিক্রি করছে নিষিদ্ধ পিরানহা। সারোয়ার আলম বলেন, আইনত পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর এদেশে আমদানি, বেচাকেনা নিষিদ্ধ কিন্তু সেগুলো কাওরান বাজারে খুবই উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। নতুন করে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে জালিয়াতির উদ্দেশ্যে পানির হাউস তৈরি করে নিষিদ্ধ আফ্রিকান মাগুর বেচাকেনা করছেন।
×