ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁচা বাজারে শীতের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত: ২১:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২০

কাঁচা বাজারে শীতের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর কাঁচা বাজারে পাওয়া যাচ্ছে নতুন উঠা শীতের সবজি। ছোট আকারের ফুলকপি, বাধাকপি, লাউ ও শিম পাওয়া যাচ্ছে প্রায় প্রতিটি দোকানে। তবে দাম চড়া হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে এসব সবজি। শাক-সবজির পাশাপাশি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। জাত ও মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এছাড়া কোন সবজিই গড়ে ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতিকেজি গোল আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। দাম বেড়েছে পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিমের। এছাড়া আদার দাম চড়া। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। শুক্রবার রাজধানী কাওরান বাজার, ফকিরাপুল বাজার, মুগদা বড় বাজার ও গোড়ান বাজার থেকে দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বাজাওে প্রতিকেজি ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১২৫ টাকা। এছাড়া ফার্মেও লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এদিকে শীতের আগাম সবজির দাম চড়া। শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০-২২০ টাকা। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা। গাজর আগের মতই বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। উস্তার কেজি ৭০-১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি। বেগুন গত সপ্তাহের মতো ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা পিস।
×