ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ট্রলারডুবি ॥ আরও দুই লাশ উদ্ধার, মোট মৃত্যু ১২

প্রকাশিত: ১৭:২০, ১১ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোনায় ট্রলারডুবি ॥ আরও দুই লাশ উদ্ধার, মোট মৃত্যু ১২

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার হাওড়াঞ্চল কলমাকান্দা উপজেলার রাজনগর এলাকায় ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ। তারা হলো: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইনাতনগর গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে মনিরা (৫) এবং একই গ্রামের আঃ হান্নানের ছেলে রতন মিয়া (৩৫)। আজ শুক্রবার ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধর্মপাশার হলদি বিল থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়ালো। মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা হলদি বিলে রতন মিয়া এবং বিকেল আড়াইটার দিকে মনিরার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে। উদ্ধারের পর দু’টি লাশই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনিরার মা লুৎফুন্নাহার (২৫) এবং ভাই রাকিবুরও (২) এ ট্রলার দুর্ঘটনায় মারা গেছে। জানা গেছে, বুধবার সকাল পৌনে ১০টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগরের গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবাহী বাল্কহেডের (স্টিলের তৈরি বড় নৌকা) সংঘর্ষ ঘটে। এতে ট্রলারটি উল্টে ডুবে যায়। ঘটনার দিন ১০জন নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়। আর শুক্রবার উদ্ধার করা হলো আরও দু’জনের লাশ। মৃত ১২ জনের মধ্যে ৯ জনই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইনাতনগর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে আবার ছয়জন দু’টি পরিবারের সদস্য।
×