ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনাকাক্সিক্ষত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন : মুনমুন

প্রকাশিত: ০০:০২, ১১ সেপ্টেম্বর ২০২০

অনাকাক্সিক্ষত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন : মুনমুন

স্টাফ রিপোর্টার ॥ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে চিত্রনায়িকা মুনমুনের নাচের ভিডিও। টাঙ্গাইলের সখীপুরের পলাশতলী বাজার মসজিদের সামনে কুরুচিপূর্ণ এ নাচের কারণে সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করায় চিত্রনায়িকা মুনমুনের বিরুদ্ধে লিগ্যাল নোটিস পাঠিয়েছে আদালত। মসজিদের পাশে কুরুচিপূর্ণ নাচের ঘটনায় এ নোটিস দেয়া হয়। মঙ্গলবার লিগ্যাল নোটিসটি পাঠান সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ মেহেদী হাসান। ওই লিগ্যাল নোটিসে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে এই নায়িকাকে। অন্যথায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নোটিস পাঠানোর আগেই গতকাল ক্ষমা চেয়েছেন মুনমুন। ভাইরাল হওয়া নাচের ভিডিও প্রসঙ্গে মুনমুন বলেন, ‘আমি ধর্মে বিশ্বাসী একজন ধর্মপ্রাণ মুসলিম। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য এটা করিনি। যতটুকুই হয়েছে, সেটি আসলে অনাকাক্সিক্ষত একটু ভুল। তাই আমি সবার কাছে অনুরোধ করব এটা নিয়ে কোন ধর্মীয় গোষ্ঠীর মাঝে ধর্মীয় উন্মাদনা ছড়াবেন না প্লিজ।
×