ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার ভয়াবহতা খাটো করে দেখানোর কথা স্বীকার ট্রাম্পের

প্রকাশিত: ২৩:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২০

করোনার ভয়াবহতা খাটো করে দেখানোর কথা স্বীকার ট্রাম্পের

করোনাভাইরাসের ভয়াবহতা খাটো করে দেখানোর চেষ্টা করেছেন বলে অবশেষে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিজ্ঞ ও প্রবীণ মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেয়া এক অডিও সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন। বুধবার অডিও রেকর্ডিংটি প্রকাশ করা হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি উডওয়ার্ডের সঙ্গে অপর এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছিলেন, এ ভাইরাস বাতাসে মিলিয়ে যাবে। খবর সিএনএন অনলাইনের। এরপর মহামারী শুরুর দিকে ১৯ মার্চ ট্রাম্প ওই সাক্ষাতকারে বলেন, আমি সবসময়ই এটিকে গুরুত্বহীন করার চেষ্টা করেছি। উডওয়ার্ডের সঙ্গে কথোপকথনকালে ট্রাম্প আরও বলেন, আমি এখনও করোনার ভয়াবহতা খাটো করার চেষ্টা করছি। কারণ আমি আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ হতে যাওয়া ‘রেইজ’ নামক গ্রন্থের পর্যালোচনা সূত্রে রেকর্ডকৃত কথোপকথনটি সিএনএন প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আট সপ্তাহ বাকি। এই সাক্ষাতকার ট্রাম্পের ওপর নতুন চাপ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে সবকটি জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন। অধিকাংশ ভোটার মনে করছেন, ট্রাম্প করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বইটির নিন্দা করে বলেন, এটি আরেকটি গুরুতর রাজনৈতিক কাজ। তিনি আরও বলেন, করোনাকে খাটো করে দেখিয়েছেন কারণ তিনি চাননি লোকজন ভয় পাক। এদিকে ‘রেইজ’ নামক বইটি ডেমোক্র্যাটদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ উডওয়ার্ডের সঙ্গে সাক্ষাতকারকালে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি শুরুতেই বুঝতে পেরেছিলেন সাধারণ ফ্লুর চেয়ে করোনা অনেক বেশি ভয়াবহ হবে।
×