ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলতি মাসে ইরাক-আফগানিস্তান ছাড়বে বহু মার্কিন সেনা

প্রকাশিত: ২৩:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২০

চলতি মাসে ইরাক-আফগানিস্তান ছাড়বে বহু মার্কিন সেনা

আসন্ন মার্কিন নির্বাচনের আগেই ইরাক ও আফগানিস্তান থেকে উল্লেখ্যযোগ্য সংখ্যক সেনা দেশে ফিরিয়ে নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ দেশ দুটিতে বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বুধবার সাংবাদিকদের বলেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাকে সেনা উপস্থিতির সংখ্যা পাঁচ হাজার দুইশ’ থেকে কমিয়ে তিন হাজার করা হবে। থেকে যাওয়া সেনা সদস্যরা দেশটি থেকে আইএস-র শেকড় নির্মূলে ইরাকী বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেয়া অব্যাহত রাখবে। আফগানিস্তানে বর্তমানে প্রায় ৮ হাজার মার্কিন সেনা রয়েছে। এ সংখ্যাকে অর্ধেকে নামিয়ে আনতে চাইছে পেন্টাগন। খবর বিবিসি অনলাইনের। গত জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহতের পর ইরাকজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। বুধবার বাগদাদ সফরের সময় মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ম্যাকেঞ্জি বলেন, আইএস’র হুমকি মোকাবেলায় ইরাকী বাহিনী তাদের সক্ষমতা বাড়াতে পেরেছে বলে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরাকী বাহিনীর সেই সক্ষমতাকে স্বীকৃতি দিয়েই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। জেনারেল ম্যাকেঞ্জি বলেন, সেনা প্রত্যাহার করে নেয়া হলেও ইরাকী বাহিনীকে পরামর্শ ও সহায়তা দিয়ে দেশটি থেকে আইএসকে চূড়ান্তভাবে নির্মূল করার কাজ এগিয়ে নেয়া হবে।
×