ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসরাইল-আমিরাত সম্পর্ক নিয়ে আরব নেতাদের বৈঠক

নিন্দা জানায়নি আরব লীগ

প্রকাশিত: ২৩:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২০

নিন্দা জানায়নি আরব লীগ

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নয়া সম্পর্কের নিন্দা জানায়নি আরব লীগ। বুধবার রাতে আরব নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে ফিলিস্তিনের পক্ষ থেকে উত্থাপিত নিন্দা প্রস্তাব পাস হয়নি। অবশ্য একক ফিলিস্তিনী রাষ্ট্র গঠনে সৌদি আরবের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি আদায় করেছে ফিলিস্তিন।Ñ খবর আলজাজিরা, হারেজ টাইমস, এপির ও আনাদোলু অনলাইনের ফিলিস্তিনী রাষ্ট্রদূত মুহান্নাদ আকলুক বলেন, বৈঠকে কিছু আরব দেশ ২০০২ সালের একটি আরব শান্তি পরিকল্পনা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন যাতে ভূমির পরিবর্তে শান্তি এবং দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের কথা বলা হয়েছিল। এসব আরব দেশ ইসরাইল-আরব আমিরাত সমঝোতার সুস্পষ্ট নিন্দা জানানোর পরিবর্তে যে কোন উপায়ে তেলআবিবের সঙ্গে আবুধাবির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে বৈধতা দেয়ার চেষ্টা করে। আকলুক সুস্পষ্ট করে এসব আরব দেশের নাম বলেননি। তিনি জানান, এর বিপরীতে ফিলিস্তিনী স্বশাসন কর্তৃপক্ষ ইসরাইল-আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। কিন্তু আরব দেশগুলো এই প্রস্তাব পাস করতে সম্মত হয়নি। আরব-লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেন, বুধবার তিন ঘণ্টা ধরে চলা আলোচনায় ইসরাইল-আমিরাত সম্পর্কের নানা দিক নিয়ে উঠে আসে। আরব নেতারা খোলা মনে আলোচনা করেন। তবে ফিলিস্তিনী রাষ্ট্রদূত মুহান্নাদ আকলুক প্রস্তাবিত নিন্দা প্রস্তাব পাস হয়নি। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, সৌদি সরকার ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে একটি নিরপেক্ষ সমাধানে কাজ করবে। এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ অবশ্য ইসরাইল-আমিরাত সম্পর্ক নিয়ে সরাসরি কোন মন্তব্য করেননি। তিনি বলেন, সৌদি সরকার বরাবর ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের আগে সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনী রাষ্ট্র গঠনের সহায়তা অব্যাহত রাখবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, আরব জাতি ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোর বিরোধী। কাজেই আরব লীগের বৈঠকে তাদের জনগণের সে দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটা উচিত ছিল। তিনি আরও বলেন, আরব লীগ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় এখন ফিলিস্তিনী ইস্যুকে চিরতরে শেষ করে দিতে আমেরিকা ও দখলদার ইসরাইল আগের চেয়ে বেশি ধৃষ্টতা দেখাবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব বলেছেন, আরব লীগ এখন ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সংস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, আরব দেশগুলো ধীরে ধীরে ইসরাইলবিরোধী অবস্থান থেকে সরে এসে ওয়াশিংটন ও তেলআবিবকে ফিলিস্তিনীদের সঙ্গে যা খুশি তাই করার সুযোগ করে দিচ্ছে। এর আগে আমিরাত-ইসরাইল সম্পর্ক বিষয়ে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, এ পদক্ষেপ ফিলিস্তিনী জাতির পিঠে ছুরি মারার নামান্তর। এদিকে ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কথিত শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতায় সরব গোটা মুসলিমবিশ্ব। আমিরাতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের মুসলিম স্কলারদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস’ বা বিশ্ব মুসলিম ওলামা সংঘ। মসজিদুল আকসা, আল কুদস ও ফিলিস্তিনী দখলকারী অবৈধ রাষ্ট্রটির সঙ্গে আমিরাতের এমন সম্পর্ককে হারাম ফতোয়া দিয়েছে আলেমদের আন্তর্জাতিক এ সংস্থাটি। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। বিশ্বের প্রভাবশালী ২০০ আলেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন। ফতোয়ায় বলা হয়, ইসরাইলের সঙ্গে তথাকথিত এ শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং অকার্যকর বলে সাব্যস্ত হবে। তা ছাড়া এটি বড় অপরাধ এবং মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রসঙ্গত ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর করবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে তারা এটি করা যাচ্ছে।
×