ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধিকাংশ ক্লাবই বিদেশী ফুটবলারসহ লীগ চায়

প্রকাশিত: ২৩:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২০

অধিকাংশ ক্লাবই বিদেশী ফুটবলারসহ লীগ চায়

স্পোর্টস রিপোর্টার ॥ মনোভাব পাল্টে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের বেশিরভাগ ক্লাবগুলোর। প্রথমে তারা (১৩ ক্লাবের মধ্যে ১১ ক্লাব) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছিল আগামী মৌসুম যেন বিদেশী খেলোয়াড় না রাখা হয়। তবে লীগ কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ক্লাবগুলোর কাছে লিখিত প্রস্তাবনা চেয়েছিল। বুধবার ছিল প্রস্তাবনা পাঠানোর শেষ দিন। এখন বদলে গেছে ক্লাবগুলোর মনোভাব। ১৩ ক্লাবের মধ্যে ৯ ক্লাবই জানিয়েছে তাদের মনোভাব। মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানম-ি এখনও কিছু জানায়নি। জানাবে আজ। যে ৯টি ক্লাব লিখিত প্রস্তাবনা দিয়েছে তাদের মধ্যে বিদেশীবিহীন লীগ চায় সাইফ স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব। বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়াচক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, বাংলাদেশ পুলিশ এসসি ও রহমতগঞ্জ বিদেশীসহ লীগ চেয়েছে লিখিত প্রস্তাবে। তবে কোটার বিষয়ে ক্লাবগুলো ভিন্ন মত দিয়েছে।
×