ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা থাকলেও আগামী বছর হবে টোকিও অলিম্পিক

প্রকাশিত: ২৩:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২০

করোনা থাকলেও আগামী বছর হবে টোকিও অলিম্পিক

স্পোর্টস রিপোর্টার ॥ ভয়াবহ করোনাভাইরাস থাক বা যাক ২০২১ সালে টোকিও অলিম্পিক হবেই। ঠিক এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ভাইস-প্রেসিডেন্ট জন কোটস। অলিম্পিক গেমস আর পিছনোর কোন প্রশ্ন ওঠেই না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এর আগে বিশ্বযুদ্ধ ছাড়া আর কখনও পিছায়নি অলিম্পিক। করোনা অতিমারীর কারণে পিছিয়ে যায় এই বছরের টোকিও অলিম্পিক। টোকিও অলিম্পিকের পরবর্তী সূচী নির্ধারিত হয় ২০২১ সালের জুলাই-অগাস্ট মাসে। আগামী বছর ২৩ জুলাই টোকিও অলিম্পিক উদ্বোধন হওয়ার কথা। জন কোটস বলেন, ‘অলিম্পিক গেমস হবে করোনাজয়ী। এর মধ্যে করোনা নির্মূল হলে ভাল না হলে তাকে সঙ্গে নিয়েই আয়োজিত হবে অলিম্পিক গেমস। এটাই হচ্ছে অন্ধকার সুড়ঙ্গের শেষে আশার আলো।’ করোনা অতিমারীর প্রভাবে বিশ্বযুদ্ধ ছাড়া এই প্রথম অন্য কোন কারণে পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। তবে জাপানের আন্তর্জাতিক সীমান্ত এখনও বিদেশী পর্যটকদের জন্য বন্ধ। আর কার্যকরীভাবে করোনা ভ্যাকসিন বাজারে আসতে এখনও কয়েক মাস বা বছর দেরি। এই অবস্থায় টোকিও অলিম্পিক নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা যায় যে জাপানে প্রতি চারজনের তিনজন টোকিও অলিম্পিক আরও পেছানোর পক্ষে রায় দিয়েছেন। আগামী বছর ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। শেষ হওয়ার কথা ৮ আগস্ট। কিন্তু ১৬ মাস পরও সঠিক সময়ে অলিম্পিক শুরু করা যাবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। আশা আর অপেক্ষাই এখন একমাত্র সম্বল সকলের। তবুও এ্যাথলেটরা আশাবাদী সব বাধা কাটিয়ে ২০২১ সালে সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে ‘দ্য গ্রেটেস্ট গেম অফ দ্য আর্থ।’
×