ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ২১:২৬, ১১ সেপ্টেম্বর ২০২০

কবিতা

ধ্রুপদী আকুতি আইউব সৈয়দ [সুররিয়ালিস্ট কবি আবদুল মান্নান সৈয়দ, শ্রদ্ধাভাজনেষু ] কবি- উদযাপনের ধারা, অনুপ্রাসময়। সবসময় ছন্দোবদ্ধ। গা-ঘেঁষে পার হয় সমকালভেদী কলরোল- সৃষ্টি করে বোধের পরিধি। দেখি উপলব্ধি সন্ধানে আনন্দ-আশা। শরৎ-ঝিলিমিলি বলে : কবি, তুমি রঙ্গিত পটভূমি, ডালাপালাময় শত শিউলির স্বপ্নাক্রান্তের আলস্য ঝরা স্বতন্ত্র। অবাক বিস্ময়ে বুনো ‘মাছ সিরিজ’ এর প্রিজম। কবি-রাত্রি ভেঙে ফিরে এসো। কবি-ডাকছে তোমায়। অপেক্ষায় আছে অঞ্জলি ডুবানো পরিসর এবং নীলিমা মুখশ্রী আর দিগন্তপ্লাবী রণিত মেঘ, স্বদেশি উপমা যত; দেখতে গোপন উচ্ছ্বাসের মাছের খেলাও। শরৎ-কাশফুল বলে : কবি, শিশিরে মোতি খোঁজ আশ্বিনের গভীরে ঝিকিয়ে উঠেছে অবিচ্ছিন্ন ঝিঁঝিটেরা। কবি-তুমি কি ফিরবে না? ** পাঞ্জাবি শাহীন রেজা তোমাকে ছোঁয়ার আগে আমি আকাশ ছুঁই; কখনো দেখিনি, একটি পাঞ্জাবি উড়তে উড়তে পাখি হয়ে যায়, নদী হয় আকাশের দৈর্ঘ্যপ্রস্থ অজানা আমার ঠিক যেমনটি তুমিÑ তোমাকে ছাড়িয়ে যায় দৈর্ঘ্য তোমার আমার সমস্ত বিশ্বাসে জড়ো হয় পতাকার মতো উড়তে থাকা সেই আস্থাগুলো আমার শালিক বুকে ব্যাঘ্র হয়ে থাবা দেয় প্রিয় তর্জনী, দাবিয়ে রাখতে পারে না কেউ উড়ন্ত সী-গাল, সমুদ্রের ঢেউ এবং মানুষের আকাঙ্খাগুলো। ** কপাল ছুঁয়েছে ঠোঁট সেহাঙ্গল বিপ্লব অভিমানগুলো জমা হতে হতে, জমা হতে হতে ছুঁয়েছে চিম্বুক-চূড়া আজ। যদি পাহাড়ের নাম হয় অভিমান তবে আমি সে পাহাড়গুলো রেখে পায়ের তলায় হেঁটে যাব সুদূর সমুদ্রে। জানি ওখানে জীবন পাব জীবনের জন্য। ভালোবাসা রংধনু হতে হতে নাকি সহসা মিলিয়ে যায় যদি রংধনুর নাম ভালোবাসা তবে আমি আর কখনো ফিরব না প্রেমের কাছে। যে যায় সে না ফেরার প্রত্যয় নিয়েই যায়, তবু শূন্যে ভাসে মেঘদল আর অচেনা পাখির ওড়াউড়ি। বিরহের গালে চুম খেতে খেতে, চুমু খেতে খেতে কপাল ছুঁয়েছে ঠোঁট। সেই চুমুগুলো যেন ছড়িয়ে পড়ছে নক্ষত্রের ফাঁকে ফাঁকে আমার চুমুরা দেয় হামাগুঁড়ি আকাশের বুকে এখন কোনটি চুমু আর কোনটি নক্ষত্র বোঝা মুশকিল! ** ভক্তিহীন ভালোবাসা তাপসী দত্ত ভক্তিহীন ভালোবাসায় বোকা প্রেম আজ ভাঙাচোরা ডাস্টবিনে বন্দী ভালোবাসাপূর্ণ মানুষ আজ ভালোবাসার কাঙাল- শুধু ছুটে, ছুটে এখানে ওখানে শূন্যতার ভারে বড়ই ক্লান্ত শ্রান্ত। এখানে মুগ্ধতা আছে মায়া নেই! প্রেম আছে সম্মান নেই! সম্পর্ক আছে বন্ধন নেই! নিজ মনের গহীনে আরাধ্য আত্মার সঙ্গে আত্মার মিলনে- যা তোমার, অপেক্ষায় আছে তারা পূজা দিতে বা পূজিতে। থেকো না সরে, রেখো না দূরে... এসো পূর্ণ কর ভক্তি পাত্র তোমার- যা শুকিয়ে গেছে বা পড়ে গেছে কালের ধাক্কায়! জয় হোক তোমার, আমার, সকলের আরাধ্য ভালোবাসার।
×