ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সান্ত্বনার জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২৩:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২০

সান্ত্বনার জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারে আগেই সিরিজ খুইয়েছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা এ্যারন ফিঞ্চদের জন্য ছিল ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াই। সাউদাম্পটনের রোজ বোলে ইয়ন মরগান-জস বাটালারের মতো তুখোড় দুই পারফর্মারকে ছাড়া মঈন আলীর নেতৃত্বাধীন খর্বশক্তির ইংল্যান্ডের বিপক্ষে সেই কাজটা ভালমতোই করেছে সফরকারীরা। মিচেল মার্শের ছোট এক দায়িত্বশীল ইনিংসের সৌজন্যে আনুষ্ঠানিতকার শেষ টি২০তে ৫ উইকেটের সহজ জয়ের পাশাপাশি ইংলিশদের হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। স্কোরÑ ইংল্যান্ড ১৪৫/৬ (২০ ওভার) ও অস্ট্রেলিয়া ১৪৬/৫ (১৯.৩ ওভার)। ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মিচেল মার্শ। আর ২-১এ জয়ী সিরিজে সিরিজসেরা ইংলিশ ওপেনার জস বাটলার। ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর মিশনে এদিন টস জয় থেকে শুরু করে বোলিং, ফিল্ডিং সবই ছিল অস্ট্রেলিয়ার অনুকূলে। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন আলোচিত টম ব্যান্টন। তবে বাটলারের পরিবর্তে ওপেনিংয়ে ফেরা জানি বেয়াস্টো দারুণ ব্যাটিং করেন। সমান ৩ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৫৫ রান করে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অসিদের আঁটোসাটো বোলিংয়ের মুখে এরপর আর কেউ বড় ইনিংস খেলেতে পারেননি। ডেভিড মালান ২১, ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলী ২৩ রান করে আউট হন। শেষদিকে জো ডেনলির ১৯ বলে অপরাজিত ২৯ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানের মোটামুটি স্কোর পায় স্বাগতিকরা। অসিদের হয়ে লেগস্পিনার এ্যাডাম জাম্পা ২ ও বাকিরা নেন ১টি করে উইকেট। জবাবে ডেভিড ওয়ার্নারের পরিবর্তে ওপেনিংয়ে নামা ম্যাথু ওয়েড ১৪ রান করে আউট হন। ফিঞ্চ যথারীতি শুরু করেছিলেন নিজের স্টাইলে। ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৯ রান করে ফেরেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এছাড়া ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে আসে ২৬ রান। লেগস্পিনার আদিল রশীদের বলে গ্লেন ম্যাক্সওয়েল (৬) ও স্টিভেন স্মিথ (৩) দ্রুত সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে এরপর আর বিপদ বাড়তে দেননি মিচেল মার্শ ও এ্যাস্টন এ্যাগার। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন দু’জনে। যেখানে ৩৬ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের নায়ক মিচেল মার্শ। ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন এ্যাগার। ইনিংসের ৩ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আদিল রশীদ একাই নেন ৩ উইকেট। এ্যালেক্স ক্যারির পরিবর্তে সুযোগ পেয়ে নায়ক বনে যাওয়া যান মিচেল মার্শ বলেন, ‘আমি ম্যাচ শেষ করে আসতে চেয়েছিলাম এবং সেটাই হয়েছে। দীর্ঘ প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর ফিরে দলকে জেতাতে পেরে অবশ্যই ভাল লাগছে। এটা দলীয় প্রচেষ্টার ফল।’ আর অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারের পর আমরা বুঝতে পারছিলাম কোথায় উন্নতি করতে হবে। আমাদের হাতে অনেক বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। ওয়ানডে সিরিজে উন্নতির এ ধারা অব্যাহত রাখতে হবে।’
×