ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাফুফে নির্বাচন ॥ আপত্তি নেই কোনো প্রার্থীর বিরুদ্ধে

প্রকাশিত: ২৩:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২০

বাফুফে নির্বাচন ॥ আপত্তি নেই কোনো প্রার্থীর বিরুদ্ধে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ৪৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। কিন্তু একটির উপরেও আপত্তি পড়েনি। বুধবার বাফুফেতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। তার কথায়, ‘আমরা একটিও আপত্তি পাইনি। ফলে এখন মনোনয়নপত্র বাছাই করতে সুবিধা হবে।’ আগের দিন বেশ সরগরম পরিবেশেই মনোনয়নপত্র জমা দেন ৪৯ প্রার্থী। কিন্তু কাল বাফুফে ভবন ছিল অনেকটাই নীরব। আপত্তির গ্রহণের দিন থাকলেও কোন প্রার্থীর বিরুদ্ধে কেউ তা তোলেননি। মেজবাহ উদ্দিন বলেন, ‘বাফুফের নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যে তিনটি কার্যক্রম সেরে ফেলেছি। তফসিল ঘোষণা করেছি, মনোনয়নপত্র বিতরণ করার পর জমাও নিয়েছি। আপত্তির দিনক্ষণও শেষ।’ শুক্রবার বেলা তিনটা থেকে মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হবে। তবে বাছাইয়ে প্রার্থিতার উপর চারটি বিষয় খতিয়ে দেখবেন নির্বাচন কমিশন। মেজবাহ বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থিতার ওপর আমরা চারটি বিষয়ে জোর দেব। প্রার্থীর বয়স ২৫ এর নিচে এবং ৭২ বছরের বেশি হবে না। কোন প্রার্থী ফৌজদারী আইনে সাজাপ্রাপ্ত আসামি কী না। প্রার্থী বাংলাদেশের নাগরিক কী না এবং তিনি ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কী না। আমরা জানি, বাফুফের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, ওনারা সবাই বড় মাপের এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তি। তাই মনোনয়নপত্রে অন্য কোন ভুল ওনারা করেননি বলেই আমার বিশ্বাস।’ মনোনয়নপত্র জমা দেয়ার দিন স্বাস্থ্যবিধির বালাই ছিল না বাফুফে ভবনে। একজন প্রার্থীর সঙ্গে এসেছিলেন অনেকেই। এ বিষয়ে মেজবাহ বলেন, ‘বাফুফে ভবনে স্বাস্থ্যবিধি মানা হয়েছিল কিনা আমি জানি না। তবে মাস্ক পরিধান করে নিয়ম মানা উচিত সকলের। তাছাড়া একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার দেখার বিষয় নির্বাচন স্থলে (সোনারগাঁও হোটেলে) স্বাস্থ্যবিধি ঠিক আছে কিনা। আমরা কথা দিচ্ছি, নির্বাচনের দিন স্বাস্থ্যবিধির সব কার্যক্রম মানা হবে সোনারগাঁও হোটেলে।’
×