ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উয়েফা নেশন্স লীগ, পর্তুগাল ও বেলজিয়ামের সহজ জয়, ইংল্যান্ডের হোঁচট

বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ফ্রান্সের

প্রকাশিত: ২৩:৩২, ১০ সেপ্টেম্বর ২০২০

বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ফ্রান্সের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পুনরাবৃত্তি করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। উয়েফা নেশন্স কাপ ফুটবলে আবারও ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফরাসীরা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ প্যারিসের স্টাডে দ্য ফ্রান্সে দুর্দান্ত জয় পায় দিদিয়ের দেশমের দল। দুই বছর পর আগে বিশ্বকাপের ফাইনালেও ক্রোয়েটদের একই ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। ম্যাচে ৯৬ বছরের ইতিহাসে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে এডুয়ার্ডো কামাভিনগার। ১৭ বছর ৯ মাস বয়সে এই মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে এনগোলো কন্টের স্থানে মাঠে নামেন। ফরাসী জাতীয় দলের জার্সি গায়ে ১৯০৬ সালে ১৬ বছর ১০ মাস বয়সে অভিষেক হয়েছিল জুলিয়েন ভারব্রাগের। এরপর ১৯১৪ সালে ১৭ বছর ৪ মাস বয়সে খেলতে নেমেছিলেন মরিস গাসটিগার। সুইডেনের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচ থেকে সাতটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। কিলিয়ান এমবাপের কোভিড-১৯ ধরা পড়ায় আক্রমণভাগে ছিলেন উইসাম বেন ইয়েডার ও এন্থনি মার্শাল। এ্যান্টোনিও গ্রিজম্যান, ডায়োট উপমেকানো, অলিভয়ের জিরুড ও সফরকারী গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচের আত্মঘাতী গোলে দুই বছর আগে রাশিয়া বিশ্বকাপের ফাইনালের ফলাফলের পুনরাবৃত্তি করেছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার হয়ে ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ডিয়ান লোভরেন। ৫৫ মিনিটে উলফসবার্গের জোসিপ ব্রেকালো দ্বিতীয় গোলটি করেন। এ টু গ্রুপের ম্যাচে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে দশজনের সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ৪৫ মিনিটে রোনাল্ডো শততম গোলের মাইলফলক স্পর্শ করেন। ৩৫ বছর বয়সী জুভেন্টাস স্ট্রাইকারের ২৫ গজ দূর থেকে নেয়া কার্লিং ফ্রিকিক প্রতিহত করার সাধ্য ছিল না সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেনের। ৭২ মিনিটে দ্বিতীয় ও ক্যারিয়ারের ১০১তম গোলটি করেন সি আর সেভেন। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনাল্ডোর। এরপর ২০০৪ ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রিসের কাছে পর্তুগালের ২-১ গোলের হারের ম্যাচে ক্যারিয়ারের প্রথম গোল করেন। বিশ^ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ম্যানচেস্টার সিটি প্লেমেকার কেভিন ডি ব্রুইনের নেতৃত্বে প্রথম ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারানোর পর পরশু রাতে আইসল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিকরা। অথচ ম্যাচের ১১ মিনিটে হোবার্ট ফ্রিজনসের গোলে এগিয়ে গিয়েছিল আইসল্যান্ড। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে এ্যাক্সেল উইটসেলের গোলে সমতার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বেলজিয়ামকে। ১৭ ও ৭০ মিনিটে দুই গোল করেন মিচি বাটশুয়া। বাকি দুটি গোল এসেছে ড্রায়াস মার্টিনস (৫০ মিনিট) ও অভিষিক্ত জেরেমি ডকুর (৮০) কাছ থেকে।
×