ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাফুফে নির্বাচন ২০২০

মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ প্রার্থী

প্রকাশিত: ২৩:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২০

মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ প্রার্থী

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছে ৪৯ প্রার্থী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন সামনে রেখে যারা প্রার্থী হয়েছিলেন সবাই রয়েছেন এ তালিকায়। গতকাল ছিল মনোনয়নপত্র জমার দিন। বাফুফে ভবনে নির্বাচন কমিশনারের কাছে দুপুর থেকে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়। সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদের ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধান সমন্বয়কারী হুইপ শামসুল হক চৌধুরী। তবে সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন নিজেই। অপর সভাপতি প্রার্থী ও বর্তমান কমিটির সহসভাপতি, সাবেক তারকা খেলোয়াড় বাদল রায়ের মনোনয়নপত্র জমা দেয়া হয় প্রতিনিধির মাধ্যমে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শুরু হবে ১১ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পরেরদিন। ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট প্রদান অনুষ্ঠিত হবে এক পাঁচতারা হোটেলে। নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়ার পর সালাউদ্দিন বলেন, আমরা ২১ পদেই প্রার্থী দিয়েছি। জেতার জন্য কতটা আশাবাদী জানতে চাইলে সালাউদ্দিন বলেন, এই মুহূর্তে কিছু বলতে পারব না। নির্বাচনে অংশ নিচ্ছেন কে কে চূড়ান্ত তালিকা প্রকাশের জানা যাবে। তখনই প্রার্থী দেখে বুঝা যাবে কার সম্ভাবনা কতটুকু।
×