ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হল্যান্ডকে হারিয়ে প্রথম জয় ইতালির

প্রকাশিত: ২৩:৩০, ৯ সেপ্টেম্বর ২০২০

হল্যান্ডকে হারিয়ে প্রথম জয় ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা নেশন্স কাপ ফুটবলে প্রথম জয়ের দেখা পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সোমবার রাতে আমস্টারডামে এ ওয়ান গ্রুপের ম্যাচে স্বাগতিক হল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সফরকারী আজ্জুরিরা। ইতালির হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার নিকোলো বারেলা। এর ফলে দুই বছরেরও বেশি সময় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ইতালি। গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রবার্তো মানচিনির দল। এই জয়ে ইতালি নিজেদের গ্রুপে শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচে তাদের ভা-ারে জমা হয়েছে ৪ পয়েন্ট। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথম পয়েন্ট পেয়েছে পোল্যান্ড। এই ম্যাচেও পোলিশ দল থেকে বিশ্রাম দেয়া হয়েছিল তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিকে। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ২৪ মিনিটে হারিস হারডানোভিচ বসনিয়াকে এগিয়ে দেন। কিন্তু কামিল জিলকের জোরালো হেডে পোল্যান্ড সমতায় ফিরে বিরতিতে যায়। এরপর ৬৭ মিনিটে কামিল গ্রোসিকির গোলে পোলিশদের জয় নিশ্চিত হয়। ডাচদের মাঠে খেলা হলেও পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ইতালি। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করা আজ্জুরিরা প্রথমার্ধের ইনজুরি সময়ের গোলে জয় পেয়েছে। ইন্টার মিলানের মিডফিল্ডার বারেলা হেডে জয়সূচক গোলটি করেন। তবে প্রথমার্ধে মিডফিল্ডার নিকোলো জানিয়োলো হাঁটুর ইনজুরিতে পড়লে বেশ চিন্তায় পড়েছিলেন ইতালি কোচ মানচিনি। ম্যাচশেষে ইতালির উইঙ্গার লোরেনজো ইনসিগনে বলেন, পুরো দল দুর্দান্ত খেলেছে। খেলার মধ্যে একটা ভিন্ন মাত্রা ছিল। এই ফলাফলে আমরা সবাই খুশি। বিশেষ করে পারফর্মেন্সে। আমরা হয়তো আরও গোল দিতে পারতাম। এরপরও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটাই গুরুত্বপূর্ণ। আরেক ম্যাচে অস্ট্রিয়াকে ৩-২ গোলে হারিয়ে বি ওয়ান গ্রুপের শীর্ষে উঠে এসেছে রোমানিয়া। রোমানিয়ার হয়ে গোলগুলো করেছেন ডেনিস আলিব্যক, ড্রাগোস গ্রিগর ও আলেজান্দ্র ম্যাক্সিম। স্বাগতিকদের হয়ে ১৭ মিনিটে ক্রিস্টোফ বামগার্টনার সমতা ফেরান। এরপর ৮০ মিনিটে কারিম ওনিসিয়ো অস্ট্রিয়ার হয়ে আরেক গোল করলেও দলের হার এড়াতে পারেননি। গ্রুপের আরেক ম্যাচে সময়ের উঠতি তারকা আর্লিং হালান্ডের জোড়া গোলে ভর করে নর্দান আয়ারল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নরওয়ে। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ বি টু’র শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। দুইজন স্টাফের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় স্কটিশদের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন ২১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করে চেকরা। তরুণ ফুটবলাররা লড়াই করলেও শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি। এদিকে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এ কারণে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার রাতে হওয়া ম্যাচে ফ্রান্সের হয়ে খেলতে পারেননি পিএসজিতে খেলা এই তরুণ। ম্যাচের আগেরদিন জাতীয় দলের অনুশীলন সেশন শুরু করার আগে এমবাপে করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন। এ নিয়ে পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে এমবাপে এই ভাইরাসে আক্রান্ত হলেন। গত সপ্তাহে প্রথম নেইমারের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে। ফ্রান্স দল থেকে বলা হয়েছে, ফলাফল হাতে পাওয়ার পর এমবাপেকে পুরো দলের থেকে আলাদা করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। সুইডেনের বিরুদ্ধে ম্যাচের আগে পুরো দলের সঙ্গে আরও একবার এমবাপের করোনা পরীক্ষা করা হবে। জাতীয় দলের ম্যাচ ছাড়াও বৃহস্পতিবার রাতে লেন্সের বিরুদ্ধে পিএসজির হয়ে লীগ ওয়ানের প্রথম ম্যাচেও খেলতে পারছেন না এমবাপে। এছাড়া আরও ছয়জন ম্যাচটি খেলতে পারবেন না।
×