ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-৫ আসনে নৌকার মাঝি মনিরুল, নওগাঁ-৬ হেলাল

প্রকাশিত: ২৩:০৭, ৮ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-৫ আসনে নৌকার মাঝি মনিরুল, নওগাঁ-৬ হেলাল

বিশেষ প্রতিনিধি ॥ শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে দলীয় একক প্রার্থিতা ঘোষণা করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। সোমবার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর নওগাঁ-৬ আসনে নৌকার প্রার্থী করা হয়েছে আনোয়ার হোসেন হেলালকে। গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের বৈঠকের পর শুধু পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সোমবার আরও দুটি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়। পাঁচটি আসনের মধ্যে বাকি সিরাজগঞ্জ-১ আসনের প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র এই আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের মনোনয়ন প্রায় চূড়ান্ত। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর সিরাজগঞ্জ-১ এবং ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দলীয় প্রার্থিতা ঘোষণা করবে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দলের সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আনোয়ার হোসেন (দুলাল)কে মনোনয়ন প্রদান করেছেন। সকালে সংবাদ সম্মেলনেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি ও একজন বীর মুক্তিযোদ্ধা। অন্যদিকে নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলাল রানীনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সরকার দলের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট হবে ইভিএমএ।
×