ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাস্ক তৈরিতে বাংলাদেশকে সাহায্য করছে ডব্লিউএইচও

প্রকাশিত: ২১:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২০

মাস্ক তৈরিতে বাংলাদেশকে সাহায্য করছে ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নিয়ম মেনে স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহার উপযোগী নন-মেডিক্যাল ফেব্রিক মাস্ক উৎপাদনে উৎপাদকদের জন্য ন্যূনতম চাহিদা সংবলিত গাইডলাইন প্রস্তুত করেছে বাংলাদেশ। নির্দিষ্ট মানের সমন্বয়ে তৈরি এ গাইডলাইন ইতোমধ্যে স্থানীয় উৎপাদক ও বেসরকারী সংস্থাগুলোকে সরবরাহ করা হয়েছে। বৈশ্বিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় মাস্ক উৎপাদনের জন্য নির্দিষ্ট মানের এ গাইডলাইন তৈরি করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। জাতিসংঘ ঢাকা কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর ওয়েবসাইটের। গাইডলাইনে মাস্ক উৎপাদনে যে মূল বিষয়গুলো মেনে চলার কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে- ফেব্রিক মাস্কগুলোর বায়ুশোধন সক্ষমতা, নিরবচ্ছিন্ন শ্বাস-প্রশ্বাস এবং তাতে কী কী উপাদান ব্যবহার করা হচ্ছে ইত্যাদি।
×