ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পাইনাল কর্ড ইনজুরি দিবস উপলক্ষে সেমিনার

প্রকাশিত: ২১:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২০

স্পাইনাল কর্ড ইনজুরি দিবস উপলক্ষে সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের উদ্যোগে সোমবার ইন্টারন্যাশনাল স্পাইনাল কর্ড ইনজুরি দিবস (আন্তর্জাতিক মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত দিবস) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সভাপতিত্ব করেন নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ টি এম মোশারেফ হোসেন। গবেষণালব্ধ মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুকৃতি দাস। সেমিনারে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, মেডিক্যাল অফিসার ও রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ অংশ নেন। -বিজ্ঞপ্তি ফেসবুকে ‘বাংলাদেশ এ্যাফেয়ার্স অফিসার’ জনকণ্ঠ ডেস্ক ॥ ফেসবুকে বাংলাদেশ বিষয়ক বিষয় দেখভালের জন্য একজন বাংলাদেশী কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বাংলানিউজ জানায়, ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়া কনটেন্ট বিষয়ক যেকোন সমস্যা দ্রুত সমাধানে কাজ করবেন। সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের আঞ্চলিক সদর দফতর সিঙ্গাপুরের কর্মকর্তাদের ডিজিটাল বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোন সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশী ও বাংলাভাষীকে নিয়োগ দেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
×