ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২১:২৯, ৮ সেপ্টেম্বর ২০২০

ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ সেপ্টেম্বর ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কলাপাড়ার মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অপরাধে ৭২ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এসব জরিমানার অর্থ আদায় করেন। এর মধ্যে আলীপুরের মনোয়ারা কৃষিঘর ২০ হাজার, বাংলাদেশ মেডিক্যাল হল ১৫ হাজার, দোয়েল কসমেটিক্স পাঁচ হাজার, আয়শা কসমেটিক্স সাত হাজার, আল-আমিন ফার্মেসি পাঁচ হাজার এবং রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পটুয়াখালী র‌্যাব-৮ এর একটি টিম তাকে সহায়তা দেয়। সেনাবাহিনীর খাদ্য সহায়তা পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনা সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন প্রত্যন্ত আদর্শগ্রাম, দলিয়াপাড়া, লাতু লিডারপাড়া, ইসলাম নগরসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক হতদরিদ্রের মাঝে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার। তিনি বলেন, করোনা মহামারীতে পাহাড়ের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেজর মোঃ আরিফুর দৌলা, ক্যাপ্টেন নাসিফ হোসাইন উপস্থিত ছিলেন।
×