ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রকাশিত: ২১:২৫, ৮ সেপ্টেম্বর ২০২০

পটুয়াখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৭ সেপ্টেম্বর ॥ পটুয়াখালীতে পৃথক দুটি ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- দুমকীর জয় (৮) ও সদর উপজেলার মরিচবুগ্রামের আমজাদ হাওলাদার (৫০)। জানা যায়, দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম মৃধা জানান, বাসার বারান্দায় বিদ্যুতের তার লিক ছিল। এ সময় পুরো ঘর কারেন্ট হয়। ফলে জয় টিনে হাত দেয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুতস্পৃষ্ট হন। এর কিছুক্ষণ পর জয়ের বোন স্বর্ণা রানী তাকে বাঁচাতে গেলে সে নিজেও বিদ্যুত তাড়িত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জয় শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের ৭নং ওয়ার্ডের মতিলাল মিস্ত্রির ছেলে। এদিকে সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে দুপুর পৌনে ২টায় পূর্ব মরিচবুনিয়া ৪নং ওয়ার্ডে কৃষক আমজাদ হাওলাদার নারিকেল গাছে ওঠেন। নারিকেল গাছ থেকে বিদ্যুত এর তার সরাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত আমজাদ হাওরাদার স্থানীয় মরহুম মুনসুর আলী হাওলাদারের ছেলে আমজাদ। ঝিনাইদহে রাজমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্টে ফয়সাল হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সে ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেডিয়ামপাড়ার শফিকুল আলমের বাসায় কাজ করছিল ফয়সাল ও তার সহযোগী। সে সময় বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুরে আইসক্রিম বিক্রেতা স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে বিদ্যুতপিষ্টে খলিল মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক পেশায় আইসক্রিম বিক্রেতা। তিনি উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে আইসক্রিম বিক্রি করতেন খলিল মিয়া। সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে ভ্যানগাড়ির ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুতপিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়। সীতাকুণ্ডে রংমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড থেকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুতস্পৃষ্টে মোঃ মোসলেম উদ্দিন (২৬) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সীতাকুণ্ড পৌরসদর পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রংমিস্ত্রি পৌরসদর ১নং ওয়ার্ড ইয়াকুব নগর এলাকার মোঃ আবুল কাসেমের পুত্র। জানা যায়, সীতাকুণ্ড পৌরসদর ২নং ওয়ার্ড পন্থিছিলা আবদুল মোতালেবের পুত্র প্রবাসী আযম বিল্ডিংয়ের রংয়ের কাজ করার জন্য কয়েকজন মিস্ত্রি ঠিক করেন। দুপুরের দিকে রংমিস্ত্রি মোছলেম উদ্দিন রংয়ের কাজ করতে করতে অনবধানবশত তিন তলার বিল্ডিং ঘেঁষা ১১ হাজার ভোল্টের স্থানে রং লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে মাটিতে পড়ে যায়। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
×