ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:২৩, ৮ সেপ্টেম্বর ২০২০

খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সরকারী চাল আত্মসাতের অভিযোগে কুতুবদিয়া উপজেলা খাদ্য কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারী কর্মকর্তা, কর্মচারী ডিলারসহ অন্যরা মিলে ১৯০ টন চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ওই মামলায়। সোমবার সমন্বিত জেলা কার্যক্রম চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন দাশ বাদী হয়ে দায়ের করা মামলায় কুতুবদিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা, দুই পরিবহন ঠিকাদারসহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছেন কুতুবদিয়া উপজেল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চৌধুরী। কুতুবদিয়া খাদ্য গুদামের খন্দকালীন পরিচ্ছন্নতাকর্মী শাহজাহান প্রকাশ মিটু, নিরাপত্তাপ্রহরী নেজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের স্প্রেম্যান (বর্তমানে কুতুবদিয়ায় কর্মরত) শাহজাহান, হিমায়ন সী ফুডস এর প্রোপাইটার শহরের টেকপাড়া সিকদার মহলের মালিকের পুত্র জানে আলমের স্ত্রী দিলরুবা হাসান, ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মাস্টার শফিকুর রহমানের পুত্র সেলিম রেজা। জানা গেছে, গত ২১ থেকে ৩০ জুন পর্যন্ত এই ১০ দিনে কক্সবাজার সদর এলএসডি থেকে ঠিকাদার দিলরুবা হাসান এবং সেলিম রেজার মাধ্যমে ৩০২.৬৭৯ চাল কুতুবদিয়া খাদ্য গুদামে প্রেরণ করা হয়। সেখানে থেকে ১৯০.৪৪২ টন চাল আত্মসাত করে আসামিরা। এ ব্যাপারে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক রতন দাশ জানান, ক্ষমতার অপব্যবহার করে আসামিরা ১৯০.৪৪২ টন চাল আত্মসাত করেছে। যার বাজার মূল্য ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা।
×