ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বজ্রপাতে পিতা পুত্রসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২১:২৩, ৮ সেপ্টেম্বর ২০২০

বগুড়ায় বজ্রপাতে পিতা পুত্রসহ তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার সোনাতলা উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু ও এক জন আহত হয়েছে। এরা হলো সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০) এবং সুমন চন্দ্র রায় (১৬)। মাছ ধরতে গিয়ে দুটি স্থানে বজ্রপাতে তারা মারা যান। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের সিদ্দিক ও তার ছেলে স্থানীয় মাটিয়ালির বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে দু’জনই ঘটনাস্থলে মারা যান। অপরদিকে সকালে একই উপজেলার দিগদাইর ইউনিয়নের কাতলাহার গ্রামের সন্তোষ চন্দ্র রায় এবং সুমন চন্দ্র রায় বুরারদহ খালে মাছ মারার সময় বজ্রপাত হয়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গী সন্তোষ চন্দ্র রায় গুরুতর আহত হন। তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুরে দুই কৃষকসহ ৩ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে। মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান। অপরদিকে একই দিন দুপুরে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন।
×