ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে বিদ্যালয়ের খেলার মাঠ যেন পুকুর

প্রকাশিত: ২১:২২, ৮ সেপ্টেম্বর ২০২০

আদমদীঘিতে বিদ্যালয়ের খেলার মাঠ যেন পুকুর

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৭ সেপ্টেম্বর ॥ প্রথম দেখায় মনে হতে পারে মাছ চাষের পুকুর। কিন্তু না। এটি শতাধিক বছরের পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। বছর ধরে জলমগ্ন থাকে। বিদ্যালয়ের চারদিকে থাকা মাছ চাষের পুকুর মালিকরা রাতের আঁধারে তাদের পুকুরের পানি সেচ দিয়ে ফেলে ওই বিদ্যালয়ের বিশাল মাঠে। এতে করে বিদ্যালয় খোলা থাকলে এ্যাসেম্বলি করা যায় না। হয় না কোন খেলাধুলা। এটি বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের রামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। স্বাভাবিকভাবে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের খেলার মাঠে পানি জমে। অবশিষ্ট সময় এলাকার প্রভাবশালী মাছ চাষিরা পুকুরের পানি সেচ দিয়ে বিদ্যালয়ের খেলার মাঠে পানি ফেলায় মাঠটি বছর ধরে হয় জলাবদ্ধ না হয় কাদায় পূর্ণ থাকে। মাছ চাষিরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। কেউ কথা বললে বা বাধা প্রদান করলে, তাদের বিভিন্নভাবে হুমকিধমকি দেয়া হয়। জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রামপুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯১৪ সালে। এই বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তির পরিমাণ পৌনে দুই একর। বিদ্যালয়টির নিজস্ব খেলার মাঠ ছাড়াও রয়েছে দুটি পুকুর ও আবাদি জমি। কিন্তু বিদ্যালয়ে টিনশেড ভবনের অবস্থা বেহাল। এ বেহাল অবস্থার কারণ হিসেবে জানা যায়, বিদ্যালয়ের দুই পুকুর ও আবাদি জমি গ্রামের কিছু প্রভাবশালী প্রায় ২০/২৫ বছর ধরে জবরদখল করে ভোগ করে খাচ্ছে। ফলে বিদ্যালয়ের টিনশেড ভবনের সংস্কার বা উন্নয়ন হয় না।
×