ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার ॥ তুর্কী প্রেসিডেন্ট

প্রকাশিত: ২০:৩০, ৭ সেপ্টেম্বর ২০২০

গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার ॥ তুর্কী প্রেসিডেন্ট

গ্রিস এবং তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে সম্প্রতি ওই উত্তেজনা লক্ষ করা গেছে। ইতোমধ্যে দু’পক্ষ একে অন্যের সঙ্গে এ নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। উপরন্তু তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান ডেলভেট বাহচেলি এক ঘোষণায় জানিয়েছেন, গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র। খবর আলজাজিরা অনলাইনের। গত ১২ আগস্ট গ্রিক দ্বীপ কাস্তেলোরিজো উপকূলে তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানে ওরাক রেইস নামে একটি জাহাজ পাঠানোর পর থেকেই নতুন করে উত্তেজনা দেখা দেয়। জাহাজটির নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে তুর্কী নৌবাহিনীর যুদ্ধজাহাজের ছোটখাটো একটি বহর। গ্রিসও তুর্কীদের গতিবিধি পর্যবেক্ষণে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ফলে দুই পক্ষের মধ্যে কিছুটা সংঘর্ষ বেধে যায়। গ্রিস এ ঘটনাকে দুর্ঘটনা বললেও তুরস্ক এটিকে উসকানি বলে দাবি করেছে। বাহচেলি এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমধ্যসাগর এবং এজিয়ান অঞ্চলে আমাদের ঐতিহাসিক স্বার্থ থেকে আমাদের মুখ ফিরিয়ে নেয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, মনে হচ্ছে ভূমধ্যসাগরে তাদের প্রবৃত্তি এবং আকাক্সক্ষা আবারও ফুলেফেঁপে উঠেছে। ফলে ভূমধ্যসাগর ও এজিয়ানে যুদ্ধ শুধু সময়ের ব্যাপার। তিনি আরও বলেন, গ্রিসের উদ্দেশ্য আবারও আসা এবং আমাদের জমি দখল করা। অথচ এই এলাকা থেকে ৯৮ বছর আগেই আমরা তাদের ছুড়ে ফেলে দিয়েছি। তুরস্কের ক্ষমতাসীন দলের মিত্র এই তুর্কী রাজনীতিবিদ বলেন, এখন থেকে গ্রিসের মনোভাব ও আচরণের ওপর নির্ভর করবে যে, ক্রমবর্ধমান উত্তেজনা বাড়বে নাকি কমবে। এর আগে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পূর্ব ভূমধ্যসাগরে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে সতর্ক করে এক বিবৃতিতে তিনি বলেন কৃষ্ণ সাগর, এজিয়ান এবং ভূমধ্যসাগরে নিজেদের অধিকার আদায়ে যা কিছু করা প্রয়োজন তা করতে বদ্ধপরিকর তার দেশ। সে সময় প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে উদ্দেশ করে এরদোগান বলেছিলেন, পূর্ব ভূমধ্যসাগরে কোন ধরনের ভুল যেন তারা না করে। নিজেদের ধ্বংসের পথ যেন তারা বেছে না নেয় সেজন্য সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, অন্য কোন দেশের স্বার্থ, তাদের সার্বভৌমত্বে আমরা নজর দিচ্ছি না।
×