ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষক বটে

প্রকাশিত: ২০:২৮, ৭ সেপ্টেম্বর ২০২০

শিক্ষক বটে

ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষিকা মিশা ঘোষাল দৈনিক ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নিতে যান। পশ্চিমবঙ্গের অদূরে ভুটানের তাদিং পাহাড়ের কোলে টোটোপাড়া গ্রামের আদিম, অতি ক্ষুদ্র উপজাতি টোটোদের শিশুদের পড়াতে এ কাজ করেন মিশা। গোটা জনজাতির বেশিরভাগ মানুষই দুরারোগ্য থ্যালাসেমিয়া বহন করে। এদের গড় আয়ু ৩৫ থেকে ৪০ বছর। তাই এদের মধ্যে সচেতনতা তৈরিতে মিশা ঘোষাল এ দায়িত্ব নেন। শনিবার ওই শিক্ষিকাকে ভারতের রাষ্ট্রপতি জাতীয় শিক্ষক হিসেবে সম্মানিত করেন। এ বছর পশ্চিমবঙ্গ থেকে মাত্র দুজন শিক্ষক এ পুরস্কার পান। বিবিসি
×