ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসি, যাবজ্জীবন পাঁচ

প্রকাশিত: ২০:১১, ৭ সেপ্টেম্বর ২০২০

করিমগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসি, যাবজ্জীবন পাঁচ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ জেলার করিমগঞ্জে কৃষক বদিউর রহমান (৫৫) হত্যা মামলায় আব্দুস সাত্তার নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং আবু তাহের, মোঃ তবারক হোসেন, মোঃ মেনু মিয়া, নূরুল ইসলাম ও আনোয়ার হোসেন নামের পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রবিবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার ১৬ আসামির মধ্যে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া দক্ষিণ ধীতপুর গ্রামের মৃত একবর আলীর ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার ছাড়া বাকি ১৫ আসামি আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে তবারক হোসেন মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুস সাত্তারের সহোদর। অপর দণ্ডিত চারজনের বাড়িও দক্ষিণ ধীতপুর গ্রামে। অন্যদিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাসপ্রাপ্তরা হলো-সিরাজ, আব্দুল আলী, শফিকুল ইসলাম, মন্নাক, দীন ইসলাম, মোঃ দেলোয়ার, জিয়া, নূরুল ইসলাম, হাসান ও মোঃ শাহীন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই সকালে তুচ্ছ ঘটনায় করিমগঞ্জের বারঘরিয়া ধীতপুর গ্রামে দুই প্রতিবেশী পরিবারের ঝগড়াকে কেন্দ্র করে বদিউর রহমান ও তার পরিবারের লোকজনের ওপর আসামি আব্দুস সাত্তার ও তার লোকজন হামলা চালায়। এ সময় কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করে প্রতিপক্ষ আসামিরা। দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বোচাগঞ্জ উপজেলায় ৮ বছর আগে পারিবারিক দ্বন্দ্বের জেরে মশিউর রহমান জেন্টেল হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রবিবার বিকেল ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক আনোয়ারুল হক এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গরুহাটি এলাকার মৃত আফিজুল টিকরীর ছেলে আক্কাছ আলী ওরফে আলতু।
×