ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছেলেকে হত্যার ৩ মাস পর পিতা গ্রেফতার

প্রকাশিত: ২০:০৯, ৭ সেপ্টেম্বর ২০২০

ছেলেকে হত্যার ৩ মাস পর পিতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার দুই মাস ২০ দিন পর স্থানীয়রা নিহতের বাবা ও বিমাতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম আরিফ বিল্লাহ। সে কালীগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন নিহতের বাবা ইমান আলী মোড়ল ও তার বিমাতা (ইমান আলীর দ্বিতীয় স্ত্রী) জোহরা বেগম। কালীগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রাম থেকে তাদের গ্রেফতার করার পর তাদের স্বাকারোক্তি অনুযায়ী শনিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। এদিকে, গ্রেফতারকৃতরা রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মোবাইল ফোন কেনার টাকা চাওয়ায় এই হত্যার ঘটনা ঘটে বলে আটক বাবা মা স্বীকার করেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান জানান, চম্পাফুল গ্রামের ইমান আলী মোড়ল পাঁচ বছর আগে ছেলে আরিফ বিল্লাহকে তার কাছে রেখে প্রথম স্ত্রী খালেদাকে তালাক দেন। পরে খালেদা অন্যত্র বিয়ে করেন। এরপর ইমান আলী জোহরা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে জোহরা আরিফ বিল্লাহ’র সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। এক পর্যায়ে আরিফ বিল্লাহ মোবাইল কেনার টাকা চাওয়ায় চলতি বছরের ২৫ জুন রাত সাড়ে ১১টার দিকে তার বিমাতা জোহরা ও তার বাবা ইমান আলী তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তারা আরিফ বিল্লাহ নিখোঁজ হয়ে গেছে মর্মে প্রচার দেয়।
×