ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে কৃষকের বেগুন খেত সাবাড়

প্রকাশিত: ২০:০৫, ৭ সেপ্টেম্বর ২০২০

ঝিনাইদহে কৃষকের বেগুন খেত সাবাড়

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ সেপ্টেম্বর ॥ কালীগঞ্জের এক হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির বেগুন খেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ষাইটবাড়িয়া গ্রামের মাঠে বাপ্পি মোল্লার ক্ষেতে। এতে ওই কৃষকের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের আনছার আলি মোল্লার ছেলে। কৃষক বাপ্পি মোল্লা জানান, মাঠে তার মাত্র ১০ শতক জমি রয়েছে। অন্যের বাড়িতে কাজের পাশাপাশি নিজ জমিতে চাষাবাদ করে তার সংসার চলে। কয়েকমাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে শসার আবাদ করেছিলেন তিনি। বৃষ্টির কারণে শসা গাছ মরে যায়। পুনরায় প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে ওই জমিতে বেগুনের আবাদ করেছিলেন তিনি। আর কয়েকদিন পরই গাছে বেগুন ধরা শুরু করতো। রবিবার সকালে নিজের জমির বেগুন গাছ কাটা দেখেন তিনি। ‘আমার শত্রু কারা? আর যারা এটা করেছে তাদেরই বা কি লাভ। এখন কি করে সারাবছর সংসার চালাব আর কি করেই বা এনজিওর টাকাসহ ধারদেনা পরিশোধ করব এ কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক বাপ্পি।
×