ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উখিয়ায় গোপাট দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশিত: ২০:০৪, ৭ সেপ্টেম্বর ২০২০

উখিয়ায় গোপাট দখল করে স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় সরকারী গোপাট দখল করে স্থাপনা নির্মাণ করেছে এক প্রভাবশালী জনপ্রতিনিধি। বছর খানেক পূর্বে উক্ত জনপ্রতিনিধি রত্নাপালং মৌজার সরকারী গোপাট ভরাট করে স্থাপনা নির্মাণ করলেও প্রশাসনের দৃষ্টি পড়েনি। জানা যায়, উখিয়ার রত্নাপালং কোর্টবাজার-ভালুকিয়া সড়কের মধ্যরত্নাপালং বৌদ্ধ বিহার সংলগ্ন শত বছরের পুরনো সরকারী গোপাট দখল করে স্থাপনা নির্মাণ করেছে উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলতে নারাজ। নাম প্রকাশ না করার শর্তে বয়োবৃদ্ধ কয়েকজন লোক জানান, স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই জায়গাটি সরকারী গোপাট হিসেবে বেদখল ছিল। কিন্তু ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ক্ষমতার প্রভাব বিস্তার করে এক বছর আগে বিরোধীয় জায়গাটি অল্প দামে ক্রয় করে রাতারাতি দখল করে সরকারী গোপাট ভরাট করে স্থাপনা নির্মাণ করে। যার কারণে রত্নাপালং বড়ুয়া পাড়ার শতাধিক পরিবার বর্ষা মৌসুমে পানি বন্দী হয়ে পড়ে। গ্রামবাসী সরকারী এ গোপাটটি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রত্নাপালংয়ের এক প্রবীণ রাজনীতিবিদ জানান, ১৯৭৭ সালে আমরা যখন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের সহপাঠী নিয়ে উক্ত জায়গায় ধানের চারা রোপণ করেছিলাম। ওই সময় তৎকালীন মহকুমা প্রশাসন জায়গাটি সরকারী গোপাট বলে আমাদের সতর্ক করেছিলেন। ওখানে কোন ধরনের চাষাবাদ না করার জন্য কঠোরভাবে নিষেধও করেন। রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ বলেন, আমি লোকজনের মুখে শুনেছি কোর্টবাজার-ভালুকিয়া সড়কের মধ্যরত্নাপালং বৌদ্ধ বিহার সংলগ্ন রত্নাপালং মৌজার ১নং সিটে একটি সরকারী গোপাট রয়েছে। বর্তমানে গোপাটের একটি অংশ প্রভাবশালীর হাতে দখল হয়ে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, সরকারী গোপাট বাদ রেখে আমি স্থাপনা নির্মাণ করেছি। পানি নিষ্কাশনের জন্য ব্যক্তিগত উদ্যোগে গোপাটের ওপর একটি কালভার্ট নির্মাণ করে দিয়েছি। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, আমি বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
×