ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ২০:০১, ৭ সেপ্টেম্বর ২০২০

জামালপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে স্কুলছাত্রের কঙ্কাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ সেপ্টেম্বর ॥ জামালপুরের মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের সরুলিয়া গ্রামে আমান উল্লাহ (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র খুন হয়েছে। নিখোঁজের ২১ দিন পর শনিবার রাতে সরুলিয়া গ্রামের মসজিদের ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহের কঙ্কাল করে মর্গে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ। জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আমান। ১৫ আগস্ট থেকে নিখোঁজ ছিল আমান। জানা গেছে, গত ১৫ আগস্ট মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সরুলিয়া গ্রামে মামা আরিফুজ্জামানের বাড়ি থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র আমান। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের পাঁচ দিন পর ১৯ আগস্ট তার মা আলপনা বেগম এ ব্যাপারে মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মেলান্দহ থানা পুলিশ সেই সাধারণ ডায়েরির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ আমানের অনুসন্ধান অব্যাহত রাখেন। একপর্যায়ে এ ঘটনার সঙ্গে সরুলিয়া গ্রামের হাশর আলীর ছেলে দাকিল হোসেনের জড়িত থাকার বিষয়ে পুলিশের সন্দেহ হয়। শনিবার সন্ধ্যায় দাকিল হোসেনকে আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতেই আমানের মামা আরিফুজ্জামানের বাড়ি সংলগ্ন মসজিদের ল্যাট্রিনের সেপটিক ট্যাংকে আমানের মরদেহের গুম করার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে শনিবার রাত ৯টার দিকে পুলিশের একটি দল সরুলিয়া গ্রামের ওই মসজিদের ল্যাট্রিনের সেফটি ট্যাংক থেকে আমানের মরদেহের কঙ্কাল উদ্ধার করে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান এ প্রসঙ্গে জনকণ্ঠকে বলেন, নিয়ম অনুযায়ী নিহত আমানের মায়ের সাধারণ ডায়েরিটিই নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। আটক আসামি দাকিল হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রবিবার আদালাতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
×