ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমবার ত্রিপুরায় গেল বাংলাদেশের নৌযান

প্রকাশিত: ০০:২৯, ৬ সেপ্টেম্বর ২০২০

প্রথমবার ত্রিপুরায় গেল বাংলাদেশের নৌযান

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ থেকে গোমতী নদী হয়ে প্রথমবারের মতো পণ্যবোঝাই নৌযান পৌঁছাল ভারতের ত্রিপুরা রাজ্যে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সরাসরি নৌপরিবহনের যাত্রা শুরু হলো। খবর বাংলানিউজের। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ পূর্ব নির্ধারিত সূচী অনুসারেই সিমেন্ট বোঝাই নৌযানটি গোমতী নদীর উজান বেয়ে ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমপুরে অস্থায়ী ভাসমান জেটিতে নোঙর করে। এর আগে গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশের দাউদকান্দি থেকে নৌযানটি ত্রিপুরার উদ্দেশে রওনা দেয় এবং ৯০ কিলোমিটার নদীপথ অতিক্রম করে শনিবার বিকেলে ত্রিপুরায় পৌঁছায়। নৌযানটিকে স্বাগত জানাতে জেটিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনের এমপি প্রতিমা ভৌমিক, ঢাকার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশসহ রাজ্যের জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা।
×