ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মন্দিরের স্বর্ণালঙ্কার চুরি

প্রকাশিত: ০০:০২, ৬ সেপ্টেম্বর ২০২০

মন্দিরের স্বর্ণালঙ্কার চুরি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট শহরের মুনিগঞ্জে প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গঞ্জেশ্বরী কালীমাতা মন্দিরের গ্রিল ভেঙ্গে শুক্রবার রাতে স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শহরের মধ্যে এ ঘটনায় পূজারি ও ভক্তবৃন্দের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শনিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সভাপতি এ্যাডভোকেট প্রফুল্ল কুমার পাল ও সাধারণ সম্পাদক অমিত রায় জানান, লোহার জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা মন্দিরে ঢোকে। এরপর তারা কাঠের দরজার কব্জা ভেঙ্গে মা কালীর প্রতিমার গলা থেকে স্বর্ণের চেন, টিপ, কানের দুল, স্বর্ণের জিহ্বা, পায়ের নূপুর এবং নগদ টাকাসহ প্রায় ৫-৬ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। অস্ত্র ও গোলাবারুদসহ আটক তিন স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্ত হতে বিপুল বিদেশী অস্ত্র ও গোলাবারুদসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলোÑ সাজজুল, আলমগীর ও আনারুল। তাদের বাড়ি বেনাপোলের বিভিন্ন এলাকায়। শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, এসব অস্ত্র, গোলাবারুদ ও গাঁজা ভারতের চব্বিশ পরগনার লাল্টু মিয়ার নিকট থেকে সংগ্রহ করে বেনাপোলের মাদক সম্রাট বাদশা মল্লিকের নিকট হস্তান্তরের জন্য আনা হয়েছিল।
×