ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৩:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২০

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। এর আগে শুক্রবার সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আইনমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জনকণ্ঠকে বলেন, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্যারের সকালে অনেক জ্বর ছিল। এখন কম। ভাল আছেন উনি। হাসপাতালে ভর্তি আছেন। তিনি আরও বলেন, হ্যাঁ উনার করোনা পজিটিভ। মাগুরার জেলা রেজিস্ট্রারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক ॥ মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আবুল বাশারের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন। করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে তিনি প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ১৯৬১ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
×