ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষিকার ওপর হামলা ও মিথ্যা মামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত: ২৩:১৩, ৬ সেপ্টেম্বর ২০২০

শিক্ষিকার ওপর হামলা ও মিথ্যা মামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ সাবেক স্বামী ও তার সন্ত্রাসী বাহিনীর দাবিকৃত চাঁদা না দেয়ায় একাধিকবার হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন এক স্কুল শিক্ষিকা। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ মিথ্যা মামলা থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই শিক্ষিকা। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা ইয়াসমীন। এ সময় মায়ের সঙ্গে ছিল তার দুই শিশু কন্যা তোফা ও তৌসী। লিখিত বক্তব্যে ওই স্কুল শিক্ষিকা বলেন, ২০০৭ সালে একই এলাকার মোৎ রাশেদুল হাসানের সঙ্গে তার বিয়ে হয়। কয়েক বছর ধরে যৌতুকের জন্য স্বামী তাকে নির্যাতন করে আসছিল। কিছু টাকা দেয়া হলেও তার স্বামী তাতে সন্তুষ্ট নন। এজন্য সে তার ওপর নির্যাতন শুরু করে। মদ্যপ স্বামীর হাত থেকে বাঁচতে ২০১৯ সালে ডিভোর্স দেন তিনি। দুই শিশু কন্যাকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নেন। গত ২৩ এপ্রিল সাবেক স্বামী রাশেদুল ভাড়াটিয়া সন্ত্রাসী বাবু বাহিনীর সদস্যরা তার কর্মস্থলে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় তারা তার বৃদ্ধ পিতাসহ পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে শ্রীপুর থানায় ৬৮৮/১৯ নম্বর মামলাটি দায়ের করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়। পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। গত ১৭ আগস্ট দুপুরে পরিকল্পিতভাবে রাশেদুল, বাবু ও তাদের সহযোগী দুই শিশু কন্যাসহ তাকে অপহরণের জন্য একটি প্রাইভেটকারে টেনে-হিঁচড়ে তোলার চেষ্টা করে। এতে সে চিৎকার করলে তারা তার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাকে মারধর করে। এ ঘটনার পর রাশেদুল ও বাবু উল্টো তার পিতা, ভাই-ভাবিসহ অন্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়। নির্যাতনের ঘটনার পর তিনি থানায় অভিযোগ করলেও ওসি মামলা রেকর্ড করেনি। রাশেদুল ও বাবুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। হামলা ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
×