ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ার স্পুটনিক ভি

প্রকাশিত: ২৩:১৩, ৬ সেপ্টেম্বর ২০২০

রাশিয়ার স্পুটনিক ভি

* ভ্যাকসিন দৌড়ে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন কি এগিয়ে গেল? * ব্রিটেনের বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট রাশিয়ার স্পুটনিকের ২য় ট্রায়ালের সফলতা বর্ণনা করে সম্প্রতি কি তাই বোঝাতে চাইছে। * রাশিয়ার স্পুটনিক ভি সফল ভাবে তাদের ২য় ট্রায়াল সম্পন্ন করেছে। *জীবন্মৃত এ্যাডিনো ভাইরাসকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে ভ্যাকসিনটি তৈরি করা হয়। (অক্সফোর্ডেরও একই পদ্ধতি) * দেখা গেছে এ ভ্যাকসিন যথাযথ এন্টিবডি তৈরি করতে সমর্থ। * সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। যেমন টিকার জায়গা লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, সামান্য জ্বর ইত্যাদি, যেগুলো সব টিকার ক্ষেত্রে স্বাভাবিক। * রাশিয়া আগামী অক্টোবর থেকে টিকা বাজারজাত করার ঘোষণা দিয়েছে। * রাশিয়া অবশ্য তার দেশের মানুষকে টিকা দিতে শুরু করেছে ট্রায়ালের ছলে। * বাংলাদেশেরও উচিত হবে এই টিকার সঙ্গে সংযুক্ত হওয়া। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×