ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল তিন দিন ধরে বন্ধ ॥ দুর্ভোগ চরমে

প্রকাশিত: ২৩:০২, ৬ সেপ্টেম্বর ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল তিন দিন ধরে বন্ধ ॥ দুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ সেপ্টেম্বর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে তৃতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে নাব্য সঙ্কটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এদিকে বিআইডব্লিউটিএ প্রায় ২৮ কিমি দূরত্বে একটি চ্যানেল শনাক্ত করলেও বিআইডব্লিউটিসি বলছে, চ্যানেলটি দূরবর্তী এবং স্রোতের কারণে তা উপযোগী নয়। তাছাড়া সময় লাগবে ৮/৯ ঘণ্টা। এদিকে উভয় ঘাটে এখনও আটকে রয়েছে শত শত যানবাহন। ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকদের। দিনরাত পুরোদমে পলি অপসারণে ড্রেজিং চললেও কখন বা কবে ফেরি চালু হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে ওই এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত। এই চ্যানেলে তিনটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে। আরও ২/৩ দিন লাগতে পারে সচল হতে। বিশাল এলাকাজুড়ে ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলতে পারছে না। অপরদিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলে সাতটি ড্রেজার দিনরাত ড্রেজিং করছে। আরও কয়েকটি ড্রেজার আসছে বলে জানা গেছে। এই চ্যানেলের ৩৩ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ ঘনমিটার পলি অপসারণ সম্পন্ন হয়েছে।
×