ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ২১:২৩, ৬ সেপ্টেম্বর ২০২০

কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে টাঙ্গন নদীতে খননকালে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যমানের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার সকালে ওই ইউনিয়নের বড়দেশ্বরী এলাকা থেকে উদ্ধারকৃত পাঁচ কেজি ওজনের মূর্তিটি জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দেয় শ্রমিকরা। এর আগে ড্রেজার মেশিন দিয়ে নদী খননকালে মূর্তিটি পায় শ্রমিকরা। ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ জানান, মূর্তিটি পাওয়ার পর শ্রমিকদের কাছ থেকে স্থানীয় দুইজন ব্যক্তি গোপনে ক্রয় ও বিক্রয় করার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শ্রমিকদের আটক করে। মা মাছ রক্ষায় অভিযান নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৫ সেপ্টেম্বর ॥ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় মা মাছ এবং ডলফিন রক্ষায় উপজেলা প্রশাসন শনিবার দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঘেরা জাল ও বালু ভর্তি ১০টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। এছাড়া, জাফর নামে এক বোট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। হালদা নদীর সাত্তার ঘাট থেকে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, এ অভিযানে এক হাজার মিটার ঘেরা জাল ও ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে বালু উত্তোলনের সময় হাতেনাতে ঘটনাস্থলে আটক করা হয় মোট ১০টা ইঞ্জিন চালিত বালু ভর্তি নৌকা।
×