ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধন

প্রকাশিত: ২১:২২, ৬ সেপ্টেম্বর ২০২০

ময়মনসিংহে দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, পুষ্টির চাহিদা পূরণে সরকার দেশের মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি আরও বলেন, এর আগে পাট ও তৈরি পোশাকসহ শ্রমিক থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন হতো-বর্তমানে মৎস্য খাত থেকে এই আয় করার টার্গেট রয়েছে সরকারের। তিনি শনিবার দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে দেশের প্রথম দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধনকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এই লাইভ জিন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী এ সময় বলেন, সরকার মৎস্য খাতকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে গ্রামীণ অর্থনীতির চাকা সচল হবে, প্রত্যেক বেকার হবে উদ্যোক্তা। ফলে তার দারিদ্র দূর হবে। মানুষের অভাব বলতে কিছুই থাকবেনা। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্ম সচিব তৌফিকুল আরিফ, লিয়াকত আলী ও মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×