ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১৫ ইউএনওর নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

প্রকাশিত: ২১:২১, ৬ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রামে ১৫ ইউএনওর নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ১৫ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় শুক্রবার সন্ধ্যা থেকে সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। প্রত্যেক ইউএনও’র নিরাপত্তায় চারজন করে আনসার মোতায়েন হয়েছে। এর মধ্যে দুজন সশস্ত্র, দুজন নিরস্ত্র। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, ১৫ ইউএনও’র নিরাপত্তায় মোট ৬০ জন আনসার নিয়োগ দেয়া হয়েছে। নিরাপত্তায় আনসার সদস্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন কয়েক উপজেলা নির্বাহী কর্মকর্তা। শেরপুরে বিদ্যুতের তার নিয়ে সংঘর্ষে নিহত এক নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ সেপ্টেম্বর ॥ শ্রীবরদীতে বসতঘরের ওপর দিয়ে বিদ্যুতের তার নেয়াকে কেন্দ্র করে ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষে আব্দুল আওয়াল (৪০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে উভয়পক্ষের ৪ জন। ওই ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল আওয়াল পার্শ্ববর্তী রুপারপাড়া গ্রামের আলাল বক্সের ছেলে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জানা যায়, শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের বাসিন্দা মৃত ঝুনু ম-লের ছেলে দুদু মিয়া ও তার সহোদর হযরত আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে হযরত আলীর ঘরের ওপর দিয়ে বিদ্যুতের তার নেয়া নিয়ে ২ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত আলীর ছেলে দুদু মিয়ার ওপর হামলা করে।
×