ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের স্বাধীনতা সংগ্রামে অসাধারণ ভূমিকা ছিল প্রণব মুখার্জীর

প্রকাশিত: ২১:২০, ৬ সেপ্টেম্বর ২০২০

দেশের স্বাধীনতা সংগ্রামে অসাধারণ ভূমিকা ছিল প্রণব মুখার্জীর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন। এ দেশের সঙ্কটে সব সময় সাহস যুগিয়েছেন। ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত ছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তাদেরও সব সময় সহযোগিতা দিয়ে গেছেন প্রণব মুখার্জী। তিনি বঙ্গবন্ধু পরিবার ও বাংলাদেশের জনগণের অত্যন্ত আপনজন ছিলেন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম, এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ, চৌধুরী ফরিদ, শামসুল ইসলাম, সালাউদ্দিন মোঃ রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, মহসিন চৌধুরী, দেবদুলাল ভৌমিক প্রমুখ।
×