ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খেয়াঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, বুড়িগঙ্গা অবরোধ

প্রকাশিত: ২১:২০, ৬ সেপ্টেম্বর ২০২০

খেয়াঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, বুড়িগঙ্গা অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকার সিমসন খেয়াঘাট বন্ধের প্রতিবাদে কেরানীগঞ্জের হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গার্মেন্টস ব্যবসায়ী, শ্রমিক ও খেয়া নৌকার মাঝিরা শনিবার সকাল থেকে বুড়িগঙ্গার দক্ষিণ তীরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় শতাধিক মাঝি খেয়া নৌকা আড়াআড়ি রেখে নদীতে অবরোধ সৃষ্টি করেন। এই সময় নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। পরে অবরোধ তুলে নিলে নৌযান চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, দুর্ঘটনা ও প্রাণহানিরোধে ঝুঁকিপূর্ণ সিমসন ঘাটটি বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) একেএম আরিফ উদ্দিন জানান, নৌ-নিরাপত্তা নিয়ে সরকারের যেসব বিভাগ কাজ করে তাদের সুপারিশে ঘাটটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সিমসন ঘাটের পাশে আরেকটি ঘাট চালু (ওয়াইজ ঘাট) রয়েছে। সেই ঘাট দিয়ে মালামাল ও যাত্রীরা পারাপার হতে পারছেন। এদিকে ঘাট বন্ধের প্রতিবাদে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর হাজার হাজার ব্যবসায়ী, শ্রমিক, খেয়া নৌকার মাঝি শনিবার সকাল থেকে আলম টাওয়ার ঘাট এলাকায় বিক্ষোভ করে ঘাটটি পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি বিক্ষোভকারীদের একটি অংশ খেয়া নৌকা নদীতে আড়াআড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন।
×