ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে শিক্ষার্থী রিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ২১:১৩, ৬ সেপ্টেম্বর ২০২০

রূপগঞ্জে শিক্ষার্থী রিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৫ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহওয়ারর্দী কলেজের বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের ছেলে রিফাত হাসান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। এর প্রতিবাদে হাজার-হাজার জনতা প্রতিবাদ সভা ও দুই কিলোমিটারব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আরও বড় ধরনের কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক মীর আব্দুল আলীমের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন আলম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকতউল্লা মিয়া, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদসহ ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ। সভায় বক্তারা রিফাত হত্যা মামলার আসামিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন। নতুবা রূপগঞ্জের সড়ক-মহাসড়ক অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিষ্ট মীর আব্দুল আলীম বলেন, যার সন্তান গেছেন কেবল তিনিই বুঝেন সন্তান হারানো বেদনা। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার আশা করছি। উল্লেখ, গত ৩১ জুলাই রাতে রিফাত হাসানকে তার বন্ধু রিফাত ভূঁইয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পহেলা আগস্ট ভোরে বরপা বাগান বাড়ি এলাকায় নিয়ে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সন্ত্রাসী নাহিদ মিয়া, রফিকুল ইসলামের ছেলে বাবু, আওয়াল হোসেনের ছেলে মৃদুল ও রাশেদসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে রিফাত হাসানকে কানে রড দিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই রিফাত হাসান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। শিক্ষক লাঞ্ছিত ॥
×