ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে রেলের জমি দখলের হিড়িক

প্রকাশিত: ২১:১১, ৬ সেপ্টেম্বর ২০২০

পার্বতীপুরে রেলের জমি দখলের হিড়িক

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৫ সেপ্টেম্বর ॥ করোনাকালেও পার্বতীপুরে রেলের জমি দখলের প্রবণতা থামেনি, বরং বেড়েই চলেছে। মালিক রেল অথচ অবৈধ দখলদাররা নিজেরাই মালিক সেজে বসেছে। জায়গার আকার পরিবর্তন করে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ভোগ দখল করছে। শুক্রবার সকালে পার্বতীপুর শহরের রেল এলাকা রহমত নগরে গিয়ে প্রত্যক্ষ করা গেছে, বিভিন্ন শ্রেণীর লোকজন বিনা বাধায় ঘরবাড়ি নির্মাণ করছে। দেখার কেউ নেই। যেভাবে লুট চলছে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে অল্প দিনেই রেলের জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। স্থানীয়রা বলেছে, চর দখলের মতো চোখের সামনে এ দৃশ্য অসহনীয়। সরকার রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে দখল বন্ধ না করলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। রেলের জমি রক্ষণা-বেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ভূমি দফতরের ফিল্ড কানুনগো জিয়াউল হক জিয়া শুক্রবার জানান, দখলের ব্যাপারে শত শত অভিযোগ, মামলা স্থানীয় জি আর পি থানায় দায়ের করা আছে, তবে পুলিশী এ্যাকশন না হলে আমরা কি করতে পারি। স্থানীয় রেলসূত্রে পার্বতীপুর রেল কাঁচারির অধীনে চিলাহাটি থেকে আক্কেলপুর পর্যন্ত রেলের মোট জমির পরিমাণ ২ হাজার ৩শ’ ৮৫ একর। তার মধ্যে রেলওয়ের প্রয়োজনীয় অপারেশন ল্যান্ড ৯৭৯ একর বাদে বাণিজ্যিক ৩২, কৃষি ৩১৪, মৎস্য ৭০ ও নার্সারি ৪ একর। এসব জমির ৯০ ভাগেই অবৈধ দখলে। এখন অবশ্য জমি মাপজোখ করে লাইসেন্স দেয়া শুরু হয়েছে। তবে প্রায় ২শ’ দোকানপাট, ঘরবাড়ির লাইসেন্স থাকলেও তারা অধিকাংশই খাজনা পরিশোধ করে না বলে রেল কানুনগো দফতর সূত্রে জানা গেছে।
×