ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুশনার- তামিম বৈঠক

ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার

প্রকাশিত: ২৩:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২০

ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার

পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী মেনে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জারেড কুশনারের সঙ্গে বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরা অনলাইনের। দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে কাতারের আমির জানান, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরাইলী দখল অপসারণ এবং সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয়া হয়। তবে এ প্রস্তাব বাস্তবায়নে ইসরাইল কোন উদ্যোগই নেয়নি। ২০০২ সালে গৃহীত আরব শান্তি উদ্যোগের প্রতি এখনও কাতার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান শেখ তামিম বিন হামাদ আল থানি। এর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার। মঙ্গলবার সৌদি আরবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান উপস্থিত ছিলেন। বৈঠকে এ অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। এ সময় শেখ তামিম কুশনারকে বলেছেন, কাতার ২০০২ সালে করা আরব শান্তি পদক্ষেপকে গুরুত্ব দেয়। যেখানে বলা হয়েছে, ১৯৬৭ সালে সংঘটিত মধ্যপ্রাচ্য যুদ্ধের পর আরব দেশগুলো ইসরাইলকে পরিস্থিতি স্বাভাবিক করতে ফিলিস্তিন ও ওই অঞ্চল থেকে ইসরাইলের দখলদারিত্ব প্রত্যাহার করার প্রস্তাব করে। কাতার সংবাদ সংস্থা জানিয়েছে যে, ‘বৈঠকে তারা কাতার ও যুক্তরাষ্ট্রের পারস্পারিক স্বার্থ নিয়ে আলোচনা করে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরাইল ইস্যুও ওপর জোর দেন তারা।’ কুশনার চলতি সপ্তাহে বাহরাইন ও সৌদি আরব ভ্রমণের আগে ইসরাইলী এক কূনীতিককে সঙ্গে নিয়ে সংযুক্ত আরব আমিরাত পরিদর্শন করেন। মিসর ও জর্ডানের পর এবার তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতই ইসরাইলের সঙ্গে চুক্তি করেছে।
×