ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক কোটি গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ২৩:৫৫, ২ সেপ্টেম্বর ২০২০

এক কোটি গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আওতাধীন গ্রাহকদের পর্যায়ক্রমে স্মার্ট প্রি-পেইড মিটারের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে। চার কোটি গ্রাহকের মধ্যে বর্তমান সরকারের চলতি সময়ের মধ্যে কমপক্ষে এক কোটি গ্রাহককে বিদ্যুতের প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যশোরে ওজোপাডিকোর স্মার্ট প্রি- পেইড মিটার স্থাপনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সঠিক সময়ে এই কাজ বাস্তবায়ন করতে না পারলে ওজোপাডিকোকেই এর দায় নিতে হবে। যত বেশি নিরবচ্ছিন্ন বিদ্যুত দেয়া সম্ভব হবে তত বেশি বিদ্যুত সাশ্রয় হবে। বিদ্যুতের ক্যাবল আন্ডারগ্রাউন্ড করলে শহরগুলোর সৌন্দর্য বৃদ্ধি পাবে।
×