ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোয়া ৬১ কোটি টাকার অবৈধ মাল জব্দ

প্রকাশিত: ২৩:৫৪, ২ সেপ্টেম্বর ২০২০

সোয়া ৬১ কোটি টাকার অবৈধ মাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥ গত এক মাসে সোয়া ৬১ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত অবৈধ মালামালের মধ্যে আছে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিদেশী মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, উত্তেজক ইনজেকশন, উত্তেজক এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট ও অন্যান্য ট্যাবলেট। এছাড়াও রয়েছে প্রায় ১০ কেজি স্বর্ণ ও ৭৫ কেজি রূপাসহ নানা ধরনের মালামাল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রিভলবার, ১টি এলজি এবং ৬ রাউন্ড গুলি। অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮৪ জন চোরাকারবারিকে আটক করা হয়। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
×