ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ২৩:৫৩, ২ সেপ্টেম্বর ২০২০

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এদিকে পুরান ঢাকার লালবাগে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর বাড্ডায় ঝর্ণা রানী (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তার স্বামীর নাম মরণ চন্দ্র দাস। দুই ছেলেসহ পরিবার নিয়ে দক্ষিণ বাড্ডা তিতাস রোডের ক-১১/২ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামী মরণ চন্দ্র জানান, তিনি কনস্ট্রাকশনের কাজ করেন। দুই ছেলেও সকালে বাসার বাইরে ছিল। তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ছোট ছেলে বাসায় গিয়ে দেখেন তার মা ঝর্ণা ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে স্বজনরা তাকে সেখান থেকে নামিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরণ চন্দ্র জানান, দুই বছর ধরে স্ত্রী ঝর্ণা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা তিনি জানাতে পারেনি। পুলিশ জানায়, তার লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। চার ডাকাত গ্রেফতার ॥ পুরান ঢাকার লালবাগে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, রুহুল আমিন রিজভী (২০), মোঃ জিশান হোসেন অপি (১৯ ), মোঃ আতিক হোসেন ওরফে চিকেন (১৯) ও আজহার উদ্দিন ওরফে অমিত (২০)। মঙ্গলবার গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে লালবাগে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
×