ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামান্য ঝগড়ার প্রতিশোধে খুন

প্রকাশিত: ২৩:৫২, ২ সেপ্টেম্বর ২০২০

সামান্য ঝগড়ার প্রতিশোধে খুন

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের আশুরার দিনের মারধরের প্রতিশোধ নিতে এ বছরের আশুরার দিন সকালে কিশোর গ্যাং গ্রুপের মধ্যে চলে মারধর। এর জেরে বিকেলে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের পাল্টা হামলায় খুন হয় কিশোর মুন্না (১৮)। রবিবার বিকেলে পুরান ঢাকার ওয়ারী থানার চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধাগোবিন্দ জিউ মন্দিরের কাছে ছুরিকাঘাতে খুন হয় মুন্না। এ ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের চারজনসহ ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বাপ্পী (২৩), মোঃ ফেরদৌস (১৮), জিসান (১৯) ও লাবিব (১৮)। বাকি ১৩ জন কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ। তিনি জানান, গত বছরের আশুরার দিনে কথা কাটাকাটির জেরে কিশোর মুন্না, তার বন্ধু বিজয়সহ কয়েকজনকে মারধর করে বাপ্পী, সায়েম ও ফেরদৌসদের। এ বছর আশুরার দিন সকালে গত বছরের প্রতিশোধ নিতে সায়েমদের মারধর করে বিজয়-মুন্নারা। পাল্টা প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে বিকেলে বাপ্পী এবং সায়েমরা আবার সংগঠিত হয়ে মুন্না ও তার বন্ধুদের মারধর করে। এতে মুন্না নিহত হন। তিনি জানান, আশুরারদিন রবিবার বিকেলে পুরান ঢাকার ওয়ারীর গোবিন্দ জিউ মন্দিরের কাছে মুন্না ও শাহিনকে (১৭) কয়েকজন মিলে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
×