ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বঙ্গবন্ধু ঘর দিয়েছিলেন, জিয়া এসে ভাঙলেন-আর পুনর্বাসন হলো না!

প্রকাশিত: ২৩:৫২, ২ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধু ঘর দিয়েছিলেন, জিয়া এসে ভাঙলেন-আর পুনর্বাসন হলো না!

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকার জন্য একটি করে ঘর দিয়েছিলেন। তাই কাল হয়ে দাঁড়ালো জিয়াউর রহমান সরকারের কাছে। পরবর্তীতে ঢাকার বহু এলাকার গৃহহীন, ভূমিহীন মানুষদের পুনর্বাসন করা হলেও বঙ্গবন্ধু যাদের ঘর দিয়েছিলেন সেই ধামালকোট, জোয়ারা সাহারা ও লালাসরাইয়ের বাসিন্দাদের পুনর্বাসন করল না জিয়াউর রহমানের সরকার। কয়েক যুগ কেটে গেলেও সে অবস্থার আর পরিবর্তন হয়নি। বর্তমানে তারা ভূমিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ওইসব এলাকার ভূমিহীন ও গৃহহীন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর করা এক আবেদনপত্রে ঢাকার ধামালকোট, জোয়ারা সাহারা ও লালাাসরাই এলাকার গৃহহীনদের পক্ষে ধামালকোটের বাসিন্দা গাজী মোঃ আল মামুন এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এবিএম ইউসুফ ও মজিবুর রহমান।
×